kolkata

1 year ago

West bengal Assembly : বিধায়কদের আলিপুর জেল দেখাতে নিয়ে যাবেন স্পিকার বিমান!বিজেপির কোন কোন বিধায়ক যাচ্ছেন সাথে?

Biman Banerjee-Suvendu Adhikari
Biman Banerjee-Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিকল্পনা মতো বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে সমস্ত বিধায়ককে নিয়ে আলিপুরে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি মিউজ়িয়াম দেখতে যাবেন স্পিকার বিমান। বিষয়টি বিধায়কদের জানিয়েও রাখেন তিনি। তবে স্পিকারের ওই প্রস্তাব পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন,ওই মিউজ়িয়াম তৈরি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে আদালতে। বিষয়টি এখন আদালতের বিচারধীন,আর  যে জায়গা নিয়ে মামলা চলছে, সেখানে তৈরি হওয়া মিউজিয়াম পরিদর্শন করতে চান না তাঁরা। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এমনই জানিয়ে দিলেন শুবেন্দু অধিকারীরা। 

প্রসঙ্গত, আলিপুর জেল বারুইপুরে স্থানান্তরের পরে ওই জমির একাংশের উপর মিউজ়িয়াম তৈরি করেছে রাজ্য সরকার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে তৈরি এই মিউজ়িয়াম দেখতে যাওয়ার জন্য বিধায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সংবিধান দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী সব বিধায়ককে অনুরোধ করেন তাঁরা সবাই মিলে যেন মিউজিয়ামটি দেখে আসেন। মঙ্গলবার স্পিকার বিধায়কদের জানান, বুধবার অধিবেশন শেষে সকলে মিলে ওই মিউজ়িয়াম দেখতে যাবেন। এই উদ্যোগে বিমান বাবুর সাথে থাকবেন ফিরহাদ হাকিম ও। 

You might also like!