kolkata

2 weeks ago

Weather forecast of Bengal: দাবদাহে জ্বলছেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, ৫ মে থেকে বৃষ্টির সম্ভাবনা

South Bengal, including Kolkata, is on fire, chances of rain from May 5
South Bengal, including Kolkata, is on fire, chances of rain from May 5

 

কলকাতা, ২৯ এপ্রিল: বৈশাখ মাসে বৃষ্টি ও কালবৈশাখীর আকালে ভুগছে দক্ষিণবঙ্গ। প্রতিদিনই বাড়ছে দহনের পরিস্থিতি, তীব্র দাবদাহে জনজীবন কার্যত বিপর্যস্ত। এই পরিস্থিতিতে কিছুটা আসার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের জন্য কোনও সুখবর না থাকলেও, একেবারে সপ্তাহ শেষে, ৫ মে (রবিবার) থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে তার আগে জ্বালাপোড়া গরমে ঝলসাবে শহর থেকে গ্রাম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দখিন বাতাস প্রবেশ করবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহবিদদের ব্যাখ্যা, এই দখিন বাতাসই বাংলায় ঝড়বৃষ্টি আনে। ৫ মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু-এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। এর ফলে বৃষ্টি অনিবার্য।

গরমের এই দহনজ্বালা থেকে সোমবারও স্বস্তি মিলল না। সকাল থেকেই শুরু হয়েছে রোদের দাপট, ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। চলতি সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণের জেলাগুলি। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।


You might also like!