kolkata

1 year ago

Subrata Bakshi : সুব্রত বক্সীর ছেলে সপ্তর্ষির নাম বাদ তৃণমূল যুবর রাজ্য কমিটি থেকে

Saptarshi been dropped Trinamool Youth State Committee
Saptarshi been dropped Trinamool Youth State Committee

 

কলকাতা, ১ ডিসেম্বর : এক দিনেই ঘোষিত সংগঠন থেকে ছেঁটে ফেলা হল সুব্রত বক্সীর ছেলে সপ্তর্ষি বক্সীকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বুধবার প্রকাশিত যুব সংগঠনের তালিকায় স্থান পেয়েছিলেন সপ্তর্ষি। তাঁকে যুব সংগঠনের সম্পাদক পদ দেওয়া হয়েছিল। কিন্ত কেন তাঁকে এই পদ থেকে সরানো হল, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। ১৭ জন সম্পাদকের মধ্যে একজন ছিলেন তিনি।

বুধবারই তৃণমূলের যুব সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটি থেকে সপ্তর্ষিকে ছেঁটে ফেলে আরও পাঁচ জনকে যুক্ত করা হল। বুধবার বলা হয়, তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পরেই দলের যুব সংগঠনের পদাধিকারিদের নাম ঘোষণা করা হল। আর সেই কমিটিতেই রমরমা আগামী প্রজন্মের।

ঘোষিত নতুন কমিটিতে সভানেত্রী পদে রেখে দেওয়া হয়েছে সায়নীকে। নতুন এই পাঁচ জনকে যুক্ত করলে কমিটির সদস্য সংখ্যা বেড়ে হল ৫২। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রতর পুত্র সপ্তর্ষি বক্সীকে সম্পাদক পদ দেওয়া হয়েছিল। এই প্রথম তৃণমূলের কোনও সাংগঠনিক পদ দেওয়া হয়েছিল সপ্তর্ষিকে। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাদ দেওয়া হল তাঁকে। বাবা তৃণমূলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২৫ বছর ধরে একই পদে বহাল রয়েছেন। এ ছাড়াও তৃণমূলের প্রতীকে বিধায়ক, সাংসদ-মন্ত্রীও হয়েছেন। বহুজাতিক সংস্থায় চাকরি করা সপ্তর্ষির রাজনৈতিক জীবনের অভিষেক হয়েও আপাতত তা হল না বলেই মনে করছে অনেকে।

You might also like!