kolkata

1 year ago

DA Issue : জানুয়ারির আগে বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ-র বকেয়া মেটাতে নির্দেশ হাইকোর্টের

power company workers to settle DA dues before January
power company workers to settle DA dues before January

 

কলকাতা, ২ ডিসেম্বর  : বিদ্যুৎ বন্টন সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতার পুরোটা এখনও মেটানোয় হয়নি। রাজ্যের এই ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। বকেয়া সব টাকা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উত্থাপন করেন কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার।

এই বিষয়ে বিচারপতি বলেন, রিভিউ পিটিশন করলেই সব টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না। তবে, আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে। ১৪ ডিসেম্বরের পরিবর্তে, ছয় জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে মেটাতে হবে বকেয়া পুরনো ডিএ-র টাকা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছি। আগামী ১৪ ডিসেম্বর তার শুনানি হবে।

এদিন বিচারপতি বলেন, আমি বিড়ম্বনা বাড়াতে চাই না। তাই লিখিত ভাবে নতুন নির্দেশ দিলাম। ডিএ কর্মীদের অধিকার। দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছে বলে প্রতিষ্ঠান আছে। না হলে কোথায় থাকতো প্রতিষ্ঠান। এটা চলতে পারে না। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে।

অ্যাডভোকেট জেনারেল বলেন, এজন্য ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি। বিচারক বলেন, ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না। যদি বিচার ব্যবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা। কিন্তু, কর্মীদের বঞ্চিত করা যাবে না। এটা তাদের কষ্টের দাম। কতদিন এই ভাবে বঞ্চিত থাকবেন তাঁরা। আগে ১৪ ডিসেম্বর রিভিউ শুনানি ছিল। সেটা পিছিয়ে দিলাম। কিন্তু, এর মধ্যে আগের নির্দেশ কার্যকর করতে হবে।


You might also like!