kolkata

1 week ago

Kolkata Traffic Update: গনেশ চতুর্থীর দিনে আজ কি বলছে শহরের রাস্তার ট্রাফিক আপডেট?

Traffic Update Kolkata (File Picture)
Traffic Update Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতকাল ছিল বিশ্বকর্মা পুজো। তাঁর রেশ কাটতে না কাটতেই আজ শহরের রাস্তায় গনেশ পুজোর প্রভাব। তাই জেনে নিন কোথায় কোথায় কেমন থাকবে আজ শহরের ট্রাফিক। 

এই মুহূর্তে শহরের সমস্ত জায়গায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের চাপ বাড়লেও শহরের ব্যস্ত রাস্তাগুলি ছাড়া সব জায়গাতেই এখনও স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিন সকাল থেকে শহরে কোনও দুর্ঘটনার ঘটনা ঘটেনি। এমনকী রাস্তায় গাড়ি খারাপ হয়ে ট্রাফিক অবরুদ্ধ হওয়ার মতোও ঘটনা ঘটেনি। যদিও গতকাল এজেসি বোস রোডে গাড়ি খারাপ হয়ে সাময়িক ব্যাহত হয়েছিল ট্রাফিক। এদিন শহরের রানি রাসমণি অ্যাভিনিউয়ে একটি বড় সমাবেশ যে কারণে বন্ধ রয়েছে আর আর অ্যাভিনিউয়ের একাংশ। দুপুর দুটো থেকে শুরু হবে সেই সমাবেশ। কিন্তু তাতে যোগ দিতে শহরের একাধিক প্রান্ত থেকে আসবে মিছিল। বিশেষত হাওড়া ও শিয়ালদা থেকে বড় মিছিল আসার সম্ভাবনা। ফলে বেলা ১২টার পর শিয়ালদা ও হাওড়ার পথে ট্রাফিকে চাপ পড়তে পারে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সমাবেশে ৭ হাজার থেকে সাড়ে সাত হাজার থেকে মানুষের জমায়েত হবে সেখানে।

You might also like!