kolkata

1 year ago

Kolkata News: এবার গোপাল দলপতির খোঁজে আইনি প্রক্রিয়ার পথে ইডি

Enforcement Directorate
Enforcement Directorate

 

কলকাতা, ২৮ জানুয়ারি : নিয়োগ ‘দুর্নীতি’র এজেন্ট গোপাল দলপতি। তিনি আপাতত ‘নিখোঁজ’।এবার তাঁর খোঁজে আইনি সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।


পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি। তাপস মণ্ডলের মুখে প্রথমবার এই গোপালের নাম শোনা গিয়েছিল। সিবিআই, ইডির কাছে তাপসই প্রথম তাঁর কথা বলেন। এরপর হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ইডির হাতে গ্রেফতার হওয়ার পরও গোপালের নাম করেছিলেন। এরপরই ইডি গোপাল দলপতির খোঁজ শুরু করে। জানতে পারে ‘নিখোঁজ’ তিনি। উঠে আসে দিল্লি পুলিশের হাতে গোপালের গ্রেফতার হওয়ার বিষয়টিও। তাঁকে পেতে এবার আইনের পথে হাঁটতে চলেছেন তদন্তকারীরা। ইডি ইতিমধ্যেই আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছে। প্রাথমিক পদক্ষেপ হিসাবে গোপালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায় তারা।


ইডি সূত্রে খবর, গোপালকে এর আগে দিল্লি পুলিশ একটি আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করেছিল। বছরখানেক আগে জামিনও পান তিনি। সূত্রের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই খোঁজ নেই গোপাল দলপতির। তাঁকে নাগালে পেলে নিয়োগ বেনিয়মের মামলায় আরও তথ্য উঠে আসবে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। গোপাল দলপতি কেন ইডির নজরে? তদন্তকারীরা মনে করছেন, কুন্তলের মতো একই ভূমিকা গোপালেরও। দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত বলে অনুমান ইডির। অযোগ্যদের থেকে চাকরি দেওয়ার নামে গোপাল দলপতিও টাকা নিতেন বলে ইডির হাতে বেশ কিছু তথ্য উঠে এসেছে। কিন্তু সেই টাকা গোপাল কাকে দিতেন, তাঁর মাথায় কে ছিলেন, এই সমস্ত উত্তরই জানতে চায় তারা। কিন্তু এখন গোপালকে হাতে পাওয়াই সব থেকে বড় কাজ তদন্তকারীদের।

You might also like!