kolkata

1 year ago

Winter Face Pack : শীতে ত্বকের যত্ন নিতে বাড়িতে বানিয়ে ফেলুন গোলাপের এই ফেসপ্যাক

Rose Pace Pack
Rose Pace Pack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের সময় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন, শীতের সময় ত্বক বেশী পরিমানে আদ্রতা হারাতে থাকে যার দরুন খুব তাড়াতাড়ি ত্বককে শুষ্ক ও নিষ্প্রান দেখায়। তবে এর জন্য বাজার চলতি উপাদানে ভরসা না রেখে প্রাকৃতিক উপাদান সহযোগে ত্বকের যত্ন করুন সুফল মিলবে। 

প্রাচীন সময় থেকে রুপচর্চায় না না ভাবে গোলাপ কে রুপ চর্চায় সামিল করা হয়েছে, গোলাপ জল , গোলাপের নির্যাস, গোলাপের তেল  এমনকি গোলাপের পাঁপড়ি ব্যবহার করা হয়েছে রুপচর্চায়, সেই পরম্পরা আজ ও চলছে রুপ চর্চায় গোলাপ আজও অপরিহার্য। শীতের রুক্ষতা থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করুন গোলাপের এই প্যাক গুলি। 

ওটমিল রোজ ফেসপ্যাক

উপকরণঃ রোলড ওটস আধা কাপ, শুকনো গোলাপের পাপড়ি সিকি কাপ ও গোলাপজল ৩ টেবিল চামচ। 

বিধিঃ ওটসের সঙ্গে গোলাপের পাপড়ি মিশিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। গ্রাইন্ডারের স্পিড বাড়িয়ে গুঁড়োটা এমনভাবে করবেন যেন ভালোমতো মিশে যায়। এবার এই মিশ্রণ থেকে প্রয়োজনমতো গুঁড়ো নিয়ে তাতে মেশান গোলাপজল। গোলাপজল কমবেশি করার সুযোগ আছে। খানিকটা আঠালো ভাব আনতে যেটুকু দরকার ততটুকু নিন। তৈরি হয়ে গেল ওটমিল রোজ ফেসপ্যাক। 

ব্যবহার পদ্ধতিঃ মুখ ও ঘাড়ের ত্বক পানিতে ভিজিয়ে মুছে নিন। তৈরি করে রাখা ফেসপ্যাক প্রয়োজনমতো মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। 

নারকেল দুধ ও গোলাপের ফেসপ্যাক

উপকরণঃ বড় তাজা গোলাপ ১টি, নারকেল দুধ ৪ টেবিল চামচ ও অলিভ অয়েল ২ টেবিল চামচ। 

বিধিঃগোলাপের পাপড়িগুলো ছিঁড়ে ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে নারকেল দুধ ও তেল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিন। 

ব্যবহার পদ্ধতিঃ তৈরি করা প্যাক থেকে অল্প অল্প করে নিয়ে মুখে মাখুন। তারপর ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে আলতো করে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে ফিরে আসবে মসৃণ ভাব। 


You might also like!