kolkata

1 year ago

Abhijit Gangopadhyay : ডিএ আন্দোলনে হাই কোর্ট কর্মীর গ্রেফতারিতে অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Gangopadhyay unhappy arrest of High Court workers
Justice Gangopadhyay unhappy arrest of High Court workers

 

কলকাতা, ২৪ নভেম্বর  : ডিএ আন্দোলনে পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অনুকূলে একের পর এক রায় দিয়ে সাড়া জাগিয়েছেন তিনি। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এবার ডিএ বিক্ষোভকারীদের গ্রেফতারি নিয়েও মুখ খুললেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেই দাবি কলকাতা হাই কোর্টের বিচারপতির।

বৃহস্পতিবার হাই কোর্টে তিনি বলেন, “আমি শুনলাম হাই কোর্টের কয়েকজন কর্মীকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নিম্ন আদালতে পেশ করা হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।”

প্রসঙ্গত, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে বুধবার রাজ্য সরকারি কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা পথে নামেন। রানি রাসমণি অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা। তবে তাঁদের মিছিল আটকে দেওয়া হয়। পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ধস্তাধস্তিও শুরু হয়। মুহূর্তের মধ্যে ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সরকারি কর্মীরা। কার্যত দৌড়ে বিধানসভার সামনে পৌঁছন তাঁরা। সেখানে ১৪৪ ধারা জারি থাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। আরও একবার পুলিশ ও সরকারি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয়। কলকাতা পুলিশের ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আন্দোলনকারীদের দাবি, টেনেহিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়।

You might also like!