Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

kolkata

2 years ago

Hiran Chatterjee: তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন হিরণ

Hiran Chatterjee
Hiran Chatterjee

 

কলকাতা, ২৮ জানুয়ারি : তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যয়। দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, তিনি বিজেপিতেই আছেন। বিজেপিতেই থাকবেন। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি, তা বিকৃত করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ। তারপরই শনিবার সাংবাদিক বৈঠক তাঁর। হিরণের বক্তব্য নিয়ে অজিতের দাবি, ‘‘ও আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।’’ হিরণ তৃণমূলে ফেরার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। হিরণের দাবি, তৃণমূলের অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। বিজেপি বিধায়ক বলেন, ‘‘তৃণমূলের সৎ নেতারা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন। তৃণমূলের অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। সকলেই চোরের দলে নাম লিখিয়েছেন। তবে যাঁরা সততার সঙ্গে রাজনীতি করছেন তাঁরা বিজেপিতে আসছেন।’’ হিরণের সংযোজন, ‘‘তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।’’

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ সাক্ষাৎ করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। তা নিয়ে হিরণ বলেন, ‘‘২০১৪ থেকে ২০২১ পর্যন্ত অভিষেকের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। ২০২১ সাল থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।’’ তৃণমূল নেতা অজিতের সঙ্গে তাঁর ছবি ‘বিকৃত’ করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর মতে, বিজেপিকে আঘাত করতেই এই পরিকল্পনা করা হয়েছে। তাঁর সংযোজন, ‘‘শুধু ছবি কেন ভিডিয়োও আসতে পারে।’’

You might also like!