Breaking News
 
Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ

 

kolkata

2 years ago

Hiran Chatterjee: তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন হিরণ

Hiran Chatterjee
Hiran Chatterjee

 

কলকাতা, ২৮ জানুয়ারি : তৃণমূলে যোগদানের জল্পনা ওড়ালেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যয়। দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, তিনি বিজেপিতেই আছেন। বিজেপিতেই থাকবেন। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে তাঁর যে ছবি, তা বিকৃত করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন হিরণ। তারপরই শনিবার সাংবাদিক বৈঠক তাঁর। হিরণের বক্তব্য নিয়ে অজিতের দাবি, ‘‘ও আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে।’’ হিরণ তৃণমূলে ফেরার চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। হিরণের দাবি, তৃণমূলের অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। বিজেপি বিধায়ক বলেন, ‘‘তৃণমূলের সৎ নেতারা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন। তৃণমূলের অনেক সৎ নেতা বিজেপিতে যোগ দিতে চাইছেন। সকলেই চোরের দলে নাম লিখিয়েছেন। তবে যাঁরা সততার সঙ্গে রাজনীতি করছেন তাঁরা বিজেপিতে আসছেন।’’ হিরণের সংযোজন, ‘‘তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।’’

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণ সাক্ষাৎ করেছেন বলে জল্পনা ছড়িয়েছিল। তা নিয়ে হিরণ বলেন, ‘‘২০১৪ থেকে ২০২১ পর্যন্ত অভিষেকের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। ২০২১ সাল থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।’’ তৃণমূল নেতা অজিতের সঙ্গে তাঁর ছবি ‘বিকৃত’ করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। তাঁর মতে, বিজেপিকে আঘাত করতেই এই পরিকল্পনা করা হয়েছে। তাঁর সংযোজন, ‘‘শুধু ছবি কেন ভিডিয়োও আসতে পারে।’’

You might also like!