kolkata

1 year ago

Firhad Hakim: ডেঙ্গি সম্পর্কিত কর্মশালায় গড়হাজির বিজেপি, তোপ ফিরহাদের

Garh Hajir BJP, Top Firhader at workshop on dengue
Garh Hajir BJP, Top Firhader at workshop on dengue

 

কলকাতা, ৩ ডিসেম্বর : শনিবার ডেঙ্গি নিয়ে কলকাতা পুর সংস্থার কর্মশালাতে দেখা গেল না বিজেপি এবং কংগ্রেস কাউন্সিলরদের। ফলে তোপ দাগলেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গি সম্পর্কিত এক কর্মশালার টাউন হলে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ, সমস্ত দফতরের মেয়র পরিষদ সহ কাউন্সিলররা। তবে এদিন বাম কাউন্সিলর মধুছন্দা দেব এবং নন্দিতা দাস এই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে ও ছিলেন না বিজেপির মিনা দেবী পুরোহিত , বিজয় ওঝা, এবং সজল ঘোষ। এদিন অনুষ্ঠানের শেষে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিরোধীরা শুধু হই চই করতে জানে। আর কিছু নেই। যারা ডেঙ্গি নিয়ে সরব হয়েছিল আজ তাদের খুঁজে পাওয়া গেল না। বিজেপির কাউন্সিলরদের উদ্দেশে শনিবার এভাবেই বলেন মেয়র।

মেয়র বলেন, “শুধু সমালোচনা করব আর কাজ করবো না। এটাই বিরোধীদের কাজ। আজ তো প্রমাণিত হয়েছে যে বিরোধী কাউন্সিলররা বিশেষ করে বিজেপি ডেঙ্গি নিয়ে বিক্ষোভ দেখায়। কিন্তু আজকে এই কর্মশালায় যোগদান করল না।“ এদিন অভিষেকের সভায় গ্রামবাসীদের বিক্ষোভ দেখানো নিয়ে ফিরহাদ হাকিম বলেন যে, এটা সম্পূর্ন মিথ্যে যে, গ্রামবাসী বিক্ষোভ দেখিয়েছে। বিজেপির লোক জন জড়ো হয়ে এই কাজ করেছে। এতে কিছু আসে যায় না। অন্য দিকে ঝলদার পুরসভা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, আদালত বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছে ঠিকই। কিন্তু আদালত চেয়ারম্যান ঘোষণা করতে পারে না। তাই প্রশাসক বসিয়ে চেয়ারম্যানকে শপথ গ্রহণ করানো হবে। কংগ্রেসের আদালতের যাওয়ার হুঁশিয়ারি নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, “ওদের যেখানে যাওয়ার ইচ্ছা হয় যাক। আমরা আইন মেনেই কাজ করব।”

You might also like!