দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-: আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে রাজনৈতিক দলগুলি। সরকারি প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে আম জনতার একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট ছেয়েছে স্যোশাল মিডিয়ায়। এবার ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা থাকতে চান না, তাঁদের ফর্ম দিক রাজ্য সরকার।’
এদিন এক্সে কুণাল লেখেন, ‘যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক। সমাজমাধ্যমে আর জি করের ঘটনা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা সমালোচনা করছেন, তাঁরা ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।’ পাশাপাশি আর জি করের ঘটনায় রাজ্যের অবস্থান নিয়ে তিনি আরও লেখেন, ‘আমরাও আর জি করে দোষী বা দোষীদের ফাঁসি চাই। কুরাজনীতি নয়।’