দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ২৮ জুন পর্যন্ত শুভেন্দুকে অন্তবর্তীকালীন রক্ষাকবজ দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর কোলাঘাটের অফিসে পুলিশি হানা সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
লোকসভা নির্বাচন চলাকালীন গত ২১ মে রাজ্যের শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে হানা দেয় পুলিশ। বিরোধী দলনেতা অভিযোগ করেন, পুলিশ কোনও ওয়ারেন্ট, নথি ছাড়াই তাঁর কোলাঘাটের অফিসে যায়। দরজা ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সংশ্লিষ্ট মামলাটিতে এদিন শুভেন্দুর আইনজীবী হলফনামা জমা দেন। আগামী ১৯ জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটির পরবর্তী শুনানি হবে।
শুধু অফিস নয়, ষষ্ঠ দফা ভোটের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতেও হানা দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশির পর পুলিশ বেরিয়ে আসে। শুভেন্দুর দাবি, তাঁর বাড়ি তল্লাশি নিয়ে পুলিশের তরফে তাঁকে কিছুই জানানো হয়নি। এদিকে প্রাথমিকভাবে পুলিশের কর্তারা জানান যে, এক দুষ্কৃতীর খোঁজেই ওই বাড়িতে হানা দেওয়া হয়। সেই সময় অন্য কর্মসূচিতে কেশপুরে ছিলেন শুভেন্দু।
পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে পরে কোলাঘাট থানায় যান শুভেন্দু। কোলাঘাট থানার ওসি ও তমলুকের সার্কেল ইন্সপেক্টরকে সাসপেন্ড করার দাবি জানান তিনি। এরপর কোলাঘাট থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী, সমর্থকরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি পর্যন্ত হয়।