ম্যানচেস্টার, ১৯ অক্টোবর: বিরতির পর জ্বলে উঠে হলান্ড করলেন জোড়া গোল।আর এই গোলে এভারটনকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। আট ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিটি। দুইয়ে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্টও সমান ১৬। একটি ম্যাচ কমও খেলেছে তারা; ফুলহ্যামের মাঠে জিতলেই শীর্ষে ফিরবে মিকেল আর্তেতার দল। দুটি গোল করে হলান্ড সিটির জার্সিতে লিগে এই নিয়ে টানা ছয় ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন। ক্লাব ফুটবলে এবারের লিগে আট ম্যাচে তার গোল হলো ১১টি, সব মিলিয়ে ১০ ম্যাচে ১৪টি।