কলকাতা, ৩ অক্টোবর : বৃষ্টি কোনওভাবেই পিছু ছাড়ছে না আপাতত, আর সত্ত্বেও কমছে না গুমোটভাব। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া রয়েছে অস্বস্তিকরই। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজবে রাজ্যের প্রায় সব জেলাই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি হয়নি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।