কলকাতা, ১৬ সেপ্টেম্বর : এখনও দক্ষিণবঙ্গের উপরে রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। সোমবার সকালে তুমুল বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে, ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। মেঘের গর্জনের সঙ্গে তুমুল বৃষ্টি হয়েছে ক্যানিং থেকে কাকদ্বীপ, বসিরহাট থেকে বনগাঁ সর্বত্রই।
বৃষ্টি আরও কিছু দিন চলতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত পশ্চিমের দু’একটি জেলা ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। তবে, ১৭ তারিখের পর বৃষ্টি তুলনামূলকভাবে অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।