দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গতকাল তৃণমূল নেটা কুনাল ঘোষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রসঙ্গ এনে এক অডিও প্রকাশ্যে আনেন (যদিও সেই অডিও-র সত্যতা যাচাই করেনি দুরন্ত বার্তা)। এবার সেই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।এবার তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে যাচ্ছে পুলিশ।পুলিশ আধিকারিক বলেন, ‘তদন্তের সময় এঁদের স্বরের নমুনা মিলিয়ে দেখব। আইনানুগ পদ্ধতিতে তদন্ত হবে।অডিয়োতে আমরা আরও তিন জনের নাম পেয়েছি। সাহেব, দাদু এবং বাপ্পা। তাঁরা কারা, এই ঘৃণ্য ষড়যন্ত্রে তাঁরা কী ভাবে যুক্ত, তা আমরা খতিয়ে দেখছি।’
গতকাল এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে।পুলিশ জানিয়েছে, জেরায় তিনি স্বীকার করে নিয়েছেন অডিও ক্লিপে তাঁরই কণ্ঠ রয়েছে। ডিসি অনীশ সরকার জানিয়েছেন, গ্রেফতার হওয়া কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাসকে আদালতে পেশ করা হবে। দু'জনেরই ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করবেন তাঁরা।