kolkata

1 year ago

The Calcutta High Court : অবসরের পর শিক্ষকদের বকেয়া পেতে দেরি হওয়ায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট

The Calcutta High Court
The Calcutta High Court

 

কলকাতা, ৩ ফেব্রুয়ারি  : অবসরের পর শিক্ষকদের বকেয়া পাওনা পেতে দেরি হওয়ায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে এ বিষয়ে রাজ্য সরকারকে দৃষ্টি দিতে বলল আদালত। আদালতে উপস্থিত জেলাশাসক, শিক্ষা বিভাগের আধিকারিকদের এই বিষয়ে দায়িত্ব স্মরণ করিয়ে দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি রাজা শেখর মান্থা বলেন, শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত। শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা তাঁদের আর্দশ কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব খুব দুঃখ জনক। এই বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

শুক্রবার বিচারপতি মান্থার এজলাসে চলছিল আদালত অবমাননার একাধিক মামলা। মূলত হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আবেদনকারী বহু শিক্ষক তাঁদের বকেয়া আর্থিক সুবিধা ঠিকমত পাচ্ছেন না বলে অভিযোগ। বিচারপতির নির্দেশে এদিন আদালতে হাজির ছিলেন বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসক। তাঁদের উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, কী করছেন আপনারা? আপনাদের এই আমলাতান্ত্রিকতা মনোভাব আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগে ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।

You might also like!