kolkata

1 year ago

Adhar Card : মেয়াদ বাড়ল আধার আপডেটের

Aadhaar card
Aadhaar card

 

কলকাতা,২২ মে : বর্তমানে প্রত্যেকটি মানুষের নাগরিকত্ব প্রমাণের জন্য প্রতি মুহূর্তে প্রয়োজন হয় আধার কার্ডের। হাসপাতালে ভর্তি থেকে ঘুরতে যাওয়ার টিকিট সব ক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। এবার মেয়াদ বাড়ল আধার আপডেটের।

যেহেতু বর্তমানে আধার কার্ড কেবল পরিচয়পত্র নয়, আধার কার্ড এখন ১২ সংখ্যার অনন্য নম্বর নয় এর মাধ্যমে হতে পারে সব গুরুত্বপূর্ণ কাজও। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হ য়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি। এবার বিনামূল্যে আধার আপডেট করার আরও দিন বাড়ল।

আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। এমনিতে আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। যদিও আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। 


You might also like!