Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

kolkata

1 year ago

Winter Special Beauty tips: রেশমী পেলব ত্বক পেতে শীতের বিউটি রেজিমে যোগ করুন নারকেল তেল

Add coconut oil to your winter beauty regimen to get silky smooth skin
Add coconut oil to your winter beauty regimen to get silky smooth skin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের ত্বকের শুষ্কতাটা মাত্রারিক্ত সমস্যা করে, তবে সঠিক যত্ন ও সঠিক উপদান দ্বারা কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। ত্বকের যত্নে প্রচীন কাল থেকে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে, নারকেল তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড ত্বককে নিমেষেই ঝকঝকে করে তুলতে পারে। নারকেল তেলের বহুগুন রয়েছে যা আপনার ত্বককে সুরক্ষা দেবে। ত্বকের পরিচর্চায় ব্যবহার করুন নরকেল তেলের এই তিন প্যাক-

১/   ত্বকের পেলবতা ধরে রাখতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। এটি অসাধারণ এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। যাদের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে গেছে তারা নিয়মিত মুলতানি মাটি গোলাপজল ও নারকেল তেল সমপরিমানে মিশিয়ে ব্যবহার করুন। নিমেষে আপনার ত্বক ঝকঝকে হয়ে উঠবে। 

২/ ত্বককে পলিশ করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। ২ চামচ আটা ৪ চামচ কাঁচা দুধ, ও ২চামচ নারকেল তেল দিয়ে ত্বকে ২০ মেখে রাখুন তারপর ভাল করে ঘষে তুলে দিয়ে হালকা গরম জলদি য়ে ধুয়ে নিন, ভাল ফল পাবেন। 

৩/ ত্বকের বয়সকে ধরে রেখে তারুন্য বজায় রাখতে চান? তবে , মুলতানি মাটির সাথে নারকেল তেল ব্যবহার করতে পারেন। বহুদিন ধর্ব ত্বকের তারুন্য কে ধরে রাখতে পারবেন। 

You might also like!