kolkata

1 year ago

Kolkata News: স্কুল শিক্ষায় ২৫০ কোটি টাকার কেন্দ্রীয় অনুমোদন রাজ্যের

Education
Education

 

কলকাতা, ২৮ জানুয়ারি : প্রায়শই কেন্দ্রের আর্থিক বঞ্ছনার অভিযোগ তোলে পশ্চিমবঙ্গের শাসক দল। এ নিয়ে মাঝে মাঝে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু স্কুল শিক্ষায় ফের কেন্দ্রের থেকে টাকা পেল রাজ্য। শনিবার নবান্নসূত্রে এখবর জানা গিয়েছে।

প্রায় ২৫০ কোটি টাকার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে। ১৯৪৫ সালের আগে রাজ্যের যে সমস্ত স্কুল তৈরি হয়েছে তার পরিকাঠামো বা সংস্কার সাধনের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই টাকা দিল রাজ্যকে। সংস্কারের জন্য ব্যয় হতে চলা অর্থের মধ্যে কেন্দ্র দেবে ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ। সেই টাকা দেওয়ার অনুমোদন কেন্দ্র দিল রাজ্য স্কুল শিক্ষা দফতরকে।

প্রসঙ্গত, ১৯৪৫ সালের আগে নির্মিত হয়েছে, বাংলায় এমন স্কুলের সংখ্যা প্রচুর। তার মধ্যে অন্তত ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের প্রয়োজন। রাজ্যের তরফে তার বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রকে পাঠানো হয়েছিল। অবশেষে কেন্দ্র এই ২০০০টি স্কুলের পরিকাঠামো সংস্কারের জন্য ২৪২ কোটি টাকা বরাদ্দ করল। কেন্দ্রের তরফে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নবান্নকে।

You might also like!