ওয়াশিংটন: চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে মুখোমুখি বিতর্কে অংশ নিলেন রিপাবলিকান দলের প্রার্থী ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ট্রাম্পের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করেন জো বাইডেন। বাইডেন ট্রাম্পের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
বিতর্ক মঞ্চে উঠলেও প্রথা অনুযায়ী করমর্দন করেননি বাইডেন ও ট্রাম্প। বিতর্ক চলাকালীন বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন মুলুকে এবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী।