দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামলা করা হয়েছে সেখানকার একটি বিমানঘাঁটিসহ অন্তত এক ডজন স্থানে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এ কথা জানিয়েছে আল-জাজিরা।গত বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যবহৃত ডজনখানেক স্থাপনায় হামলা চালায় ইঙ্গ-মার্কিন বাহিনী। বিমান হামলার পাশাপাশি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ চ্যানেলের খবরে বলা হয়েছে, সানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকে পোস্ট দিয়েছেন। তা থেকে জানা গেছে, সানার পাশেই একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া উপকূলীয় হোদেইদাহ শহরেও বিমান হামলা হয়েছে।
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলা করা হচ্ছে বলে দাবি পশ্চিমাদের।এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার ঘটনা ঘটল। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।