Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

International

2 years ago

Russia Ukraine War : রুশ সেনাদের সরিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন

Ukrain Russia War (File Picture)
Ukrain Russia War (File Picture)

 

কিয়েভ, ১৮ সেপ্টেম্বর  : ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম পুনঃদখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন সেনারা। দখল মুক্ত করা পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা বাখমুতের দক্ষিণে অবস্থিত। এ নিয়ে তিন দিনে পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলের দাবি করল ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন। তাই এই সময় যুদ্ধক্ষেত্রে এই ধরনের সাফল্য অর্জন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

আরও বেশি পশ্চিমা সহায়তা জোগাড় করার ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাখমুতের কাছে লড়াইরত সেনাদের প্রশংসা করেছেন জেলেনস্কি। এই সময় ক্লিশচিভকাকে দখলমুক্ত করা সেনাদেরকে বাহবা দেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ান সৈন্যরা এই ক্লিশচিভকা দখল করে নেয়। এই গ্রামটি দখল মুক্ত করার ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর দিকে আরও সহজে গোলাবর্ষণ করতে পারবে।


You might also like!