Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

International

2 years ago

Russia Ukraine War : রুশ সেনাদের সরিয়ে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন

Ukrain Russia War (File Picture)
Ukrain Russia War (File Picture)

 

কিয়েভ, ১৮ সেপ্টেম্বর  : ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুতের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ একটি গ্রাম পুনঃদখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন সেনারা। দখল মুক্ত করা পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের অন্যতম প্রধান গ্রাম ক্লিশচিভকা বাখমুতের দক্ষিণে অবস্থিত। এ নিয়ে তিন দিনে পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলের দাবি করল ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে ওয়াশিংটনে সফরের প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন। তাই এই সময় যুদ্ধক্ষেত্রে এই ধরনের সাফল্য অর্জন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ।

আরও বেশি পশ্চিমা সহায়তা জোগাড় করার ক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে যে সফলতা আসছে, সেটি দেখানো কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাখমুতের কাছে লড়াইরত সেনাদের প্রশংসা করেছেন জেলেনস্কি। এই সময় ক্লিশচিভকাকে দখলমুক্ত করা সেনাদেরকে বাহবা দেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ান সৈন্যরা এই ক্লিশচিভকা দখল করে নেয়। এই গ্রামটি দখল মুক্ত করার ফলে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীর দিকে আরও সহজে গোলাবর্ষণ করতে পারবে।


You might also like!