International

4 months ago

Sri Lanka Navy : শ্রীলঙ্কা নৌসেনার হাতে পাকড়াও রামেশ্বরমের ৯ মৎস্যজীবী, মাছ ধরার নৌকাও আটক

Sri Lanka Navy (symbolic picture)
Sri Lanka Navy (symbolic picture)

 

রামেশ্বরম, ২৩ জুলাই : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে শ্রীলঙ্কার রামেশ্বরমের বাসিন্দা ৯ জন তামিল মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা। পাশাপাশি তাঁদের মাছ ধরার নৌকাও আটক করা হয়েছে। রামেশ্বরম মৎস্যজীবী এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৩৫টি নৌকায় মান্নার উপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা।

ভারতীয় জলসীমা অতিক্রম করে শ্রীলঙ্কা জলসীমায় মাছ ধরার অভিযোগে রামেশ্বরমের বাসিন্দা ৯ জন তামিল মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা নৌসেনা। পাশাপাশি তাঁদের মাছ ধরার দু'টি নৌকাও আটক করা হয়েছে। ধৃত মৎস্যজীবীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে রামেশ্বরম মৎস্যজীবী এসোসিয়েশন।

You might also like!