International

10 months ago

Rishi Sunak : ব্রিটেনে অভিবাসন রুখতে কড়া পদক্ষেপ সুনকের!

Rishi Sunak (File Picture)
Rishi Sunak (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক-র সরকার অভিবাসনে রাশ টানতে এবার থেকে বিদেশি শিক্ষার্থীদের পরিবারকে সেখানে নিয়ে যাওয়ার উপর বিধিনিষেধ জারি করল। ব্রিটেনে অভিবাসীর সংখ্যা গত কয়েক বছরে মাত্রারিক্ত বেড়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে ব্রিটিশ অর্থনীতিতে। রাশ টানতে গত ডিসেম্বর মাসে নতুন ভিসা নীতি চালুর ইঙ্গিত দিয়েছিল ঋষি সুনকের সরকার। নতুন নীতিতে ভিসাপ্রার্থী বিদেশি কর্মী ও পড়ুয়াদের পরিবারের সদস্যদের ব্রিটেনে নিয়ে যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছিল। অবশেষে, নতুন বছরে সেই কঠোর নীতি চালুর কথা ঘোষণা করা হল।

জানুয়ারি মাস থেকে নতুন শিক্ষাক্রম শুরু করা বিদেশি পড়ুয়ারা তাঁর উপর নির্ভরশীল সদস্যদের ব্রিটেনে নিয়ে যাতে পারবেন না। তবে, গবেষণা করা কিংবা সরকারি অনুদান পেয়ে কোর্স করা পড়ুয়ারা তাঁদের উপর নির্ভরশীল সদ্যদের নিয়ে যেতে পারবেন। নতুন এই অভিবাসন নীতি গ্রহণ করার ফলে প্রতি বছর ১ লাখের বেশি মানুষের ব্রিটেনে আসা কমবে। ঋষি সুনক মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, ২০২২ সালে ৪ লাখের বেশি বিদেশি পড়ুয়া ব্রিটিশ ভিসা নিয়ে ব্রিটেনে গিয়েছিল উচ্চশিক্ষার জন্য।

২০১৯ সালে এই সংখ্যাটি ছিল আড়াই লাখের একটু বেশি। ২০২৩ সালে এই সংখ্যা কমে ১ লাখ ৩৬ হাজার হয়েছে বলে সুনক মন্ত্রিসভার ওই সদস্য জানিয়েছেন। মন্ত্রিসভার ওই সদস্য আরও জানিয়েছেন যে ব্রিটিশ স্টুডেন্ট ভিসা নিয়ে ব্রিটেনে যাওয়ার ঘটনা কমেছিল ২০১৯ সালে। ওই বছর মাত্র ১৬ হাজার পড়ুয়া ব্রিটেনে আসে। কোভিডের জন্য বিদেশি পডুয়া কম এসেছিল বলে জানিয়েছেন তিনি।

অভিবাসন রুখতে ঋষি সুনক সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভারতীয়রা অসুবিধায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। কেননা, প্রতি বছর বহু ভারতীয় অল্প বা মাঝারি বেতন ব্রিটেনে থেকে যায় ভবিষ্যতের কথা চিন্তা করে। অনেক পড়ুয়া আবার শিক্ষার শেষে সেখানে থেকে যায়। এবার সেটা আর সহজ হবে না বলে মনে করা হচ্ছে।

You might also like!