International

1 week ago

United States:মিশিগানে শিশুদের ওয়াটার পার্কে অতর্কিতে গুলি, আহত একাধিক

Shooting at children's water park in Michigan, several injured
Shooting at children's water park in Michigan, several injured

 

মিশিগান, ১৬ জুন : ওয়াটারে পার্কে খেলছিল শিশুরা। আচমকা রাস্তার ধারে থামল একটি গাড়ি। নেমে এল এক বন্দুকধারী। চোখের পলকে পার্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতী। ঘটনায় দুই শিশু-সহ ১০জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের শিশুদের একটি ওয়াটার পার্কে। ঘটনার পর কাছেই একটি বাড়িতে ঢুকে পড়ে আততায়ী। খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার জেরে স্থানীয় জনমানসে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।


You might also like!