কাঠমাণ্ডু, ২৪ জুলাই : টেক অফের সময় বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনও জানা না গেলেও টেক অফের সময়ই কিছু গন্ডগোল হয় বলে সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে, বিমানে একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি। তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ১৯ জন ছিল বলে খবর। এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।