নয়াদিল্লি, ৫ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশের ছাত্রদের মঞ্চ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। যাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। সংঘর্ষ ও হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দিকে দিকে পুলিস, র্যাবের সঙ্গে সংঘর্ষের জেরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক। আপাতত বাংলাদেশ সফরে যেতে ভারতীদের নিষেধ করেছে নয়াদিল্লি।
পরিস্থিতি শান্ত হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। একই সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। পরিস্থিতির উপর নজর রাখতে ও প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হতে বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ দিয়েছে বিদেশমন্ত্রক। প্রয়োজনে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে নয়াদিল্লি। যেগুলি হল-৮৮০১৯৫৮৩৮৩৬৭৯, ৮৮০১৯৫৮৩৮৩৬৮০, ৮৮০১৯৩৭৪০০৫৯১।