Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

International

2 years ago

Abdel Fattah El-Sisi: ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে ভারতে এলেন মিশরীয় রাষ্ট্রপতি

Abdel Fattah El-Sisi
Abdel Fattah El-Sisi

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে মঙ্গলবার তিন দিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি । রাষ্ট্রপতি সিসি, যিনি তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে রয়েছেন, তিনি ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথিও থাকবেন। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি তাঁর আগমনে টুইট করেছেন যে মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি তাঁর তৃতীয় ভারত সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। তিনি বলেন, এই সফর দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামীকাল সকালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি সিসিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এখানে তাঁর সঙ্গে দেখা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর তিনি রাজ ঘাটে গিয়ে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। বিকেলে, রাষ্ট্রপতি সিসি হায়দ্রাবাদ হাউসে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক স্বার্থের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। এই সময় একাধিক চুক্তি হবে এবং একটি প্রেস বিবৃতি দেওয়া হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিথি তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একই সন্ধ্যায় তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয ভোজের আয়োজন করবেন। সন্ধ্যায় অতিথি নেতার সঙ্গে উপরাষ্ট্রপতির দেখা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি সিসির সঙ্গে পাঁচজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। মিশরীয় সেনাবাহিনীর একটি সামরিক দলও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে। রাষ্ট্রপতি একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সাথেও মতবিনিময় করবেন। এটি উল্লেখযোগ্য যে ভারত এবং মিশর এ বছর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে। এই প্রথম আমাদের প্রজাতন্ত্র দিবসে মিশরের রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০২২-২০২৩ সালে ভারতের জি-২০ রাষ্ট্রপতির সময় মিশরকে 'অতিথি দেশ' হিসাবেও আমন্ত্রণ জানানো হয়েছে।

You might also like!