প্যারিস, ১১ ফেব্রুয়ারি : ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভিবাদন জানালেন প্রবাসী ভারতীয়রা। প্রবাসী ভারতীয়দের আপ্যায়নে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। প্যারিসের একটি হোটেলর বাইরে ভিড় করেছিলেন বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়রা। মোদী-মোদী স্লোগান দিতে থাকেন তাঁরা।
এই আপ্যায়নে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্যারিসে স্মরণীয় স্বাগত! ঠান্ডা আবহাওয়াও প্রবাসী ভারতীয়দের নিজেদের স্নেহ দেখানো থেকে বিরত করতে পারেনি। আমাদের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ এবং তাঁদের কৃতিত্বের জন্য গর্বিত! প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও দেখা করেছেন প্রধানমন্ত্রী মোদী। ইমানুয়েল ম্যাক্রোঁ টুইট করেছেন, "প্যারিসে স্বাগতম, আমার বন্ধু নরেন্দ্র মোদী! আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো, প্রিয় জেডি ভ্যান্স! এআই অ্যাকশন সামিটের জন্য আমাদের সমস্ত অংশীদারদের স্বাগতম। আসুন কাজ শুরু করি!"