International

1 year ago

Jerusalem : জেরুজালেমে বাসস্ট্যান্ডে বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ১২

Jerusalem bus stop bombings, at least 12 injured
Jerusalem bus stop bombings, at least 12 injured

 

জেরুজালেম, ২৩ নভেম্বর  : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেম শহরে দু'টি বাসস্ট্যান্ডের কাছে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

ইসরাইলের পুলিশ জানিয়েছে, বুধবারের এই ঘটনা ফিলিস্তিনি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। প্রথম বিস্ফোরণটি শহরের বাইরে হাইওয়ে সড়কের পাশের একটি বাসস্ট্যান্ডে ঘটে। সেই সময় পৃথক স্থানে আরেকটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন জানিয়েছেন, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যখন ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা তুঙ্গে। অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাস ধরে চালানো ইসরায়েলি অভিযানের পর তাদের বিরুদ্ধে মারাত্মক হামলায় ১৯ জন নিহত হয়েছে।


You might also like!