দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গাজা উপত্যকার শরণার্থীশিবিরের তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত ৬০ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এই তথ্য দিয়েছে।গতকাল সোমবার রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয়।
এর আগে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ২০টি তাঁবু ইসরায়েলি হামলার শিকার হয়। হামলার সময় এসব তাঁবুতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুমাচ্ছিলেন।আল-মাওয়াসি শরণার্থীশিবিরের প্রবেশপথে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকে-মেড পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল আছে। এই হাসপাতালের কাছেই হামলার ঘটনা ঘটে।
গাজার রাফা ও খান ইউনিসে স্থল অভিযান চালানোর সময় আল-মাওয়াসিকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর অনেক ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এই এলাকায় আশ্রয় নেন। এখানকার তাঁবুগুলোয় তাঁরা গাদাগাদি করে অবস্থান করছেন।
হামলার পর জীবিতদের খোঁজে উদ্ধারকাজ চালানোর সময় উদ্ধারকর্মীরা দেখতে পান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাঁবু দিয়ে তৈরি শরণার্থীশিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর এলাকাটিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যখন তাঁবুগুলো আগুনে পুড়ছিল, তখন আকাশে চক্কর দিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দা উড়োজাহাজগুলো।