মস্কো, ৬ মার্চ : পঞ্জাব, হরিয়ানার সাত জন ঘুরতে গিয়েছিলেন রাশিয়ায়। কিন্তু এমন দুর্দশা যে হবে তা কল্পনাও করেননি তাঁরা। অভিযোগ, ওই সাতজন ভারতীয় যুবককে প্রায় ধরে বেঁধে পুতিন-সেনা পাঠিয়ে দিয়েছে ইউক্রেন যুদ্ধে।
ওই যুবকদের দাবি, রাশিয়ার সেনারা তাঁদের ভুল বুঝিয়ে একরকম জোর করেই সেনাবাহিনীতে যোগ দেওয়ায়। তারপরেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ওই যুবকেরা। তাতে দেখা যাচ্ছে, মিলিটারি জ্যাকেট পরে সাত যুবক একটি নোংরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে এক যুবক ঘটনাটি ব্যাখ্যা করে বলেছেন, গতবছরের ২৭ ডিসেম্বর তাঁরা রাশিয়ায় গিয়েছিলেন। তাঁদের কাছে ৯০ দিনের বৈধ টুরিস্ট ভিসা ছিল। রাশিয়ার এক ট্রাভেল এজেন্ট তাঁদের বেলারুসে নিয়ে যায়। যুবকরা জানতেন না যে ওই দেশে যাওয়ার জন্য আলাদা ভিসা লাগে। বেলারুসে পৌঁছনোর পর ওই এজেন্ট আরও টাকা যায়। অভিযোগ, এরপর সেখানেই তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় এজেন্ট। পুলিশ ওই যুবকদের আটক করে এবং রাশিয়া সরকারের হাতে তুলে দেয়।
যুবকরা অভিযোগ করেছেন, বেলারুস থেকে রাশিয়ায় নিয়ে আসার পর তাঁদের দিয়ে কিছু কাগজে সই করিয়েছিল রাশিয়ার সেনা। এখন তাঁদের বলা হচ্ছে, তাঁরা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তাঁদের। জানা গেছে, এই নিয়ে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন ওই যুবকদের পরিবার।