International

3 months ago

International: প্রতিশ্রুতি ভঙ্গ করলেই নেতাকে রাখা হয় খাঁচায়! জানেন কোন দেশে দেওয়া হয় এমন শাস্তি?

Punishment
Punishment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভোট আসলেই আসে নেতাদের ভুরিভুরি প্রতিশ্রুতি। আর ভোট মিটলেই সেই সমস্ত প্রতিশ্রুতি যেন এক কপূরের মতো উবে যায়। কিন্তু বিশ্বে এমন একটি দেশ আছে, যেখানে নেতারা প্রতিশ্রুতি ভঙ্গ করলেই মেলে শাস্তি। 

আর সেই জায়গাটি হচ্ছে ইতালির ছোট শহর ট্রেন্টো। সূত্রের খবর, এই শহরে রাজনেতাদের 'সাজা' দেওয়া হয়ে থাকে। এই রীতিটির নাম 'টোঙ্কা'। এই শহরে কোনো নেতা বা মন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর তা যদি পালন না করেন, তা হলে সেই নেতা বা মন্ত্রীকে শহরবাসীরা নদীর ধারে নিয়ে আসেন। তারপর তাকে বড় একটি খাঁচায় আটকে নদীর মাঝখানে এক সেকেন্ডের জন্য সেটি অর্ধেক ডুবিয়ে দেন। তার পর আবার তুলে নেয়া হয়। বাসিন্দাদের মতে, নেতা যে ভুল করেছেন সেটা তাকে উপলব্ধি করানোর জন্যই এই ধরনের 'শাস্তি' দেওয়া হয়। প্রতি বছরের জুনে নেতাদের বছরভর প্রতিশ্রুতির হিসাব নেয়া হয়। কতগুলো পালিত হয়েছে, কতগুলো পালিত হয়নি, তার হিসাব কষা হয়। তার পরই শাস্তির ব্যবস্থা করা হয়। এটি এক ধরনের 'শাস্তি দেওয়ার উৎসব'। প্রতি বছর ২৬ জুনের আগের যে শেষ রবিবার পড়ে, সে দিনই এই শাস্তি দেওয়ার আয়োজন করা হয়।

You might also like!