ওয়াশিংটন, ২৫ জুলাই : দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জো বাইডেন। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, সেই কারণ এবার নিজেই প্রকাশ্যে আনলেন। বুধবার দেশবাসীর উদ্দেশে ভাষণে বাইডেন জানান, তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলেও দাবি করেছেন তিনি।
বাইডেন বলেন, “আমি ঠিক করেছি, নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেব। এটাই আমেরিকাকে ঐক্যবদ্ধ করার সেরা উপায়।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমি আমার কাজকে শ্রদ্ধা করি। কিন্তু আমি তার চেয়েও বেশি ভালবাসি আমার দেশকে। আপনাদের প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে পেরেছি, এটা আমার জীবনে সৌভাগ্যের বিষয়।" বাইডেন আরও বলেন, "আমরা ভালো মানুষ বলেই আমাদের দেশ মহান। অবশ্যই গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।"