দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেখ হাসিনা-‘ঘনিষ্ঠ’ ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে নতুন প্রধান বিচারপতির নাম ঘোষণা হল।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সে দেশের আইন মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নবগঠিত অন্তর্বর্তী সরকারের আমলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক জন বিচারপতি হিসাবে কাজ করছেন।
প্রধান বিচারপতির পদ থেকে হাসানের ইস্তফার দাবি করে রাজধানী ঢাকায় হাই কোর্ট ভবনের সামনে অবস্থান শুরু করেন কয়েকশো আন্দোলনকারী। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে সেই আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, তাঁদের দাবি পূরণ না-হওয়া পর্যন্ত অবস্থান চলবে।
এর কয়েক ঘণ্টা পরেই পদত্যাগ করেন বিচারপতি হাসান। সরকারি ভাবে তাঁর ইস্তফা গৃহীত হতে আর কয়েক ঘণ্টা লাগবে বলে দুপুরে জানিয়ে দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।