দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯৪৭ সালে ব্রিটিশ সরকারে হাত থেকে ভারত ভাগ হয়ে জন্ম নেয় নতুন দেশ পাকিস্তান। দেশভাগের সঙ্গে জন্ম নিয়েছিল একাধিক শত্রুতা, তিক্ততা আর অনেক নেতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সম্পর্ক বরাবরই তিক্ত। দেশভাগের পর থেকে ধীরে ধীরে সেই তিক্ততার পারদ চড়েছে। বর্তমানে যা কারও অজানা নয়। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও তিক্ততার অবসান হয়নি। পাকিস্তানে স্কুলের পাঠ্যসূচির বইয়ে ঘৃণ্য বিষয় পড়ানো নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। পাকিস্তানের উদারপন্থীরাও এই ইস্যুতে আওয়াজ তুলেছেন। তাঁদের অভিযোগ, ছোট থেকেই পাক শিশুদের মনে গেঁথে দেওয়া হচ্ছে বিদ্বেষের বিষ। এবার সামনে নিয়ে এল একটি নতুন ভিডিয়ো।
পাকিস্তানি ইউটিউবার সানা আমজাদ পাকিস্তানে ৫ বছর থেকে ১২-১৩ বছর বয়সী শিশুদের কথোপকথোন চালিয়ে গিয়েছেন। তাদের জিজ্ঞাসা করেছেন ভারতের কথা শুনলেই প্রথম তাদের মনে কী আসে ও স্কুলের তাদের কী শেখানো হচ্ছে। উল্লেখযোগ্য ভাবে বেশিরভাগ শিশুই ভারত সম্পর্কে নেতিবাচক জবাব দিয়েছে।
ভারত সম্পর্কে কী ভাবে পাকিস্তানি শিশুরা?
হাদি, ইরতিকা, হাসান, আনায়া, আয়েশা, রহিমা নামে কয়েকজন শিশুর কথা বলেন সানা। তাদের মধ্যে কেউ পড়ে প্রথম শ্রেণিতে কেউ আবার নবম। বেশিরভাগ শিশুকে একটিই প্রশ্ন করা হয়েছিল, ভারতের নাম শুনলে তাদের মনে কী আসে? হাদি বলেন, 'আমার মা আমাকে বলেছিলেন যে ভারত একটি আবর্জনাপূর্ণ দেশ কারণ সেখানে হিন্দুরা আছে। এমনকি স্কুলেও ভারত সম্পর্কে নোংরা কথা বলা হয়। চীন ভালো কিন্তু ভারতে নোংরা ঘটনা ঘটে। টিভিতে খবর দেখে আমি জেনেছি ভারত খারাপ এবং আমি সেখানে কখনই যাব না।'
অন্যদিকে ইরতিকা জবাব, 'ভারত নাম শুনলেই মাথায় যুদ্ধ চলে আসে। ভারত মনে করে আমরা দেশকে ভাগ করেছি কিন্তু আমরা আমাদের আলাদা দেশ তৈরি করেছি। স্কুলে আমাদের বলা হয়েছিল ভারত বন্ধুত্বপূর্ণ দেশ নয়। আমাদের শিক্ষক বলেছিলেন যে ভারতে হিন্দু আছে এবং তাদের মুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। তবে আরসালান ও আদনান নামে দুই শিশুর অবশ্য় ভারতের মোটর বাইক গেমিং সম্পর্কিত ব্লগ বেশ পছন্দের। আর সেই সূত্ররই ভারতকে পছন্দ করে তারা।
নবম শ্রেণীর ছাত্রীর রহিমা কথায় আবার, ভারতের নাম এলেই শুধু কাশ্মীর আর যুদ্ধের কথা মনে আসে। আমরা যখনই দুই দেশের কথা বলি, কাশ্মীরের লড়াই ও বিভাজনের কথা হয়। এছাড়াও আমাদের বলা হয়েছে ভারতের স্কুলগুলিতে নাকি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক পাঠ দেওয়া হয়েছে। স্কুলে আমাদের বারবার ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়ে বটে কিন্তু সেই বিষয় বিস্তারিত কোনও তথ্য তুলে ধরা হয় না।
আয়েশা নামে এক ছাত্রীর দাবি, স্কুলে তাদের পড়ানো হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে শীঘ্রই আরেকটি যুদ্ধ হতে পারে। আর তার জন্য দোষারোপ করা হচ্ছে ভারতকে। কাশ্মীর ইস্যুতে শিশুদের মধ্য়ে ঢোকানো হচ্ছে বিষ। অন্যদিকে চতুর্থ শ্রেণিতে অধ্য়য়নরত আনায়া জানিয়েছে, ভারতের নাম শুনলেই মাথায় আসে রোহিত শর্মার নাম। রোহিত শর্মার তাঁর প্রিয় ক্রিকেটার। হুসেন নামে এক পড়ুয়ার জবাব, ভারত মানেই তার কাছে হিন্দুদের বাস, আর হিন্দু মানেই তাদের শত্রুত। হুসেন জানিয়েছে, স্কুলে তাকে বলা হয়েছে ভারত তাদের শত্রু। তার মা বাড়িতে শিখিয়েছেন আগে ভারতের একটি অংশ ছিল পাকিস্তান। একই সঙ্গে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল তারা। বর্তমানে দুই দেশই একে অপরকে পছন্দ করে না।