দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মার্কিন সীমান্তে জঙ্গি হামলার আশঙ্কা করে সোশ্যাল একটি পোস্ট করেছেন ট্রাম্প। তাতে তিনি লিখেছেন, তিন বছর আগেও সীমান্তে নিরাপত্তা শক্তিশালী ছিল। নিরাপদ ছিল স্থানটি। কিন্তু এখন সীমান্ত ততটা নিরাপদ নয় বলে পোস্টে উল্লেখ করেছেন। এর ফলে যে কোনও সময়ে জঙ্গি হামলার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, সীমান্ত দিয়ে অবাধে দেশের ভিতর প্রবেশ করেছে জঙ্গিরা। তবে, কোন সংগঠনের জঙ্গিরা প্রবেশ করছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি ট্রাম্প।
উল্লেখ্য, শরণার্থী সমস্যা মেটাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকোর সাথে একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে মেক্সিকো সীমান্ত বন্ধের দিয়েছেন ইঙ্গিত। এই চুক্তি নিয়েও নিজের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তি আমেরিকা ও মেক্সিকোর মধ্যে ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
আমেরিকার দক্ষিণ সীমান্তকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে খারাপ সীমান্ত বলে মনে করছেন তিনি। প্রসঙ্গত, মেক্সিকো থেকে বহু শরণার্থী গত কয়েক বছরে আমেরিকায় প্রবেশ করেছেন। আর তার প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে। শরণার্থী সমস্যা সমাধানে বাইডেন প্রশাসন ব্যর্থ বলে একাধিকবার দাবি করেছিলেন ট্রাম্প।
আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। নতুন করে কোনও অঘটন না ঘটলে, ফের বাইডেনের বিরুদ্ধে লড়াইয়ে দেখা যেতে পারে প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট-কে। মেক্সিকো শরণার্থী সমস্যা নির্বাচনী প্রচারে ট্রাম্প ইস্যু করতে চলেছেন বলে ইঙ্গিত। বাইডের উপর চাপ তৈরি করতেই চুক্তির বিরোধিতা বলে মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আরও একধাপ এগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ হ্যাম্পেশায়ারে রিপাবলিকান প্রার্থী যাচাইয়ের ভোটে জয়লাভ করেছেন তিনি। ৫২.৩ শতাংশ রিপাবলিকান ভোট পেয়েছেন। অন্যতম প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৬.৬ শতাংশ ভোট।
কিন্তু তার মধ্যে আইনি জটিলতা বেড়েই চলেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। ধর্ষণের অভিযোগে ৮৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা হয়েছে ট্রাম্পের।