International

2 months ago

Eggs Price in Bengladesh: লাগামছাড়া ডিমের দামে নাজেহাল বাংলাদেশীরা! জানেন ডিমের দাম কত?

Eggs Price In Bengladesh (Symbolic Picture)
Eggs Price In Bengladesh (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে এখন চলছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব। এবার ইউনুসের জমানায় লাগামছাড়া মুল্যবৃদ্ধিতে নাজেহাল বাংলাদেশ বাসিরা। বাংলাদেশে এক একটি মুরগির ডিম বিক্রি হয়েছে ১৫ থেকে ১৬ টাকায়। এরপরই ভারত থেকে ডিম রপ্তানি করা হয় বাংলাদেশে।

ভারত থেকে বাংলাদেশে ২ লক্ষ ৩১ হাজার ৪০টি মুরগির ডিম রপ্তানি করা হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে ওইদিন ডিম বোঝাই লরি বাংলাদেশে পৌঁছায়। ভারত থেকে বিপুল পরিমাণ ডিম কেনার পিছনে বাংলাদেশের খরচ পড়েছে ১১২৭২ ডলার। আর এর সঙ্গে শুল্ক মিলিয়ে এখন ভারত থেকে আমদানি করা প্রতিটি ডিমের দাম বাংলাদেশে দাঁড়াচ্ছে সাত থেকে সাড়ে সাত টাকা। ভারতের যে সংস্থা বাংলাদেশকে এই বিপুল পরিমাণ ডিম দিয়েছে তারা হলো শ্রী লক্ষ্মী এন্টারপ্রাইজ। রপ্তানির ক্ষেত্রে বেনাপোল কাস্টমস হাউসে কাগজপত্র দিয়েছে সিএন্ডএফ এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ।

You might also like!