International

2 days ago

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, মৃত কমপক্ষে ৩৯

Kenya protest (symbolic picture)
Kenya protest (symbolic picture)

 

নাইরোবি, ৩ জুলাই ঃ  রাষ্ট্রীয় করনীতির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া । ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। এমনিতেই মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জেরে জেরবার কেনিয়ার মানুষজন। এরই মধ্যে ঘাড়ে চেপেছে অতিরিক্ত করের বোঝা। যার ফলে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ। সূত্রের খবর, কর বৃদ্ধির প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ মিছিলে নেমেছিলেন সকলে। মিছিলে উপস্থিত অধিকাংশরাই ছিলেন যুবক-যুবতী। কিন্তু গত ২৫ জুন কেনিয়ার সংসদে একটি বিতর্কিত বিল পাশ হয়। তারপরই ভয়াবহ আকার নেয় জনগণের প্রতিবাদ। পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।

কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত বিক্ষোভের জেরে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬১ জন। অন্যদিকে, ৩২ মামলা হয়েছে এখনও অবধি। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬২৭ জন বিক্ষোভকারী। এদিকে কেনিয়ায় এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য দূতাবাসের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কেনিয়ার সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার, অপ্রয়োজনীয় যাতায়াত না করার এবং পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বিক্ষোভের দ্বারা প্রভাবিত এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

You might also like!