দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে পাকিস্তানের একাধিক প্রদেশ। ইতিমধ্যেই লাহোরে ৪৪ বছরের বৃষ্টির রেকর্ড ভেঙেছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
বর্ষার মরশুম শুরু হতেই ভারতের বিভিন্ন প্রান্ত ভূমিধসে বিপর্যস্ত। যদিও শুধুমাত্র ভারতবর্ষই নয়, ভারী বৃষ্টির জেরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বন্যা, ভূমিধস দেখা দিয়েছে। সূত্রের খবর, পাক সরকারের তরফে জানানো হয়েছে, সেদেশের বিভিন্ন জায়গা প্রবল বর্ষণে বিপর্যস্ত। চলতি সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের। যার মধ্যে ১২টি শিশুও রয়েছে। বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দলকে নামানো হয়েছে। আবহবিদরা জানাচ্ছেন, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দক্ষিণের এলাকাগুলোতে হড়পা বানের আশঙ্কা রয়েছে। দেশের উত্তরদিকে বন্যায় বহু বাড়ি তলিয়ে গিয়েছে। সাধারণ জনজীবন ব্যহত হয়েছে। সবমিলিয়ে বিপর্যস্ত পাকিস্তান।