Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

International

1 year ago

Armin Paperger, CEO of Rheinmetall:জার্মানির অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির সিইওকে হত্যার ষড়যন্ত্র রাশিয়ার

Armin Paperger, CEO of Rheinmetall
Armin Paperger, CEO of Rheinmetall

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জার্মানির শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ‘রাইনমেটাল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছিল রাশিয়া। গতকাল শুক্রবার জার্মানির সরকারি কর্মকর্তারা এ তথ্য প্রথমবারের মতো প্রকাশ করেছেন।

বিষয়-সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চলতি বছরের শুরুর দিকে রাইনমেটালের সিইও আরমিন পাপেরগারকে রাশিয়ার গুপ্তহত্যার ষড়যন্ত্র সম্পর্কে জার্মানির কর্মকর্তাদের সতর্ক করে যুক্তরাষ্ট্র। এর পর তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।রাইনমেটাল ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি। কোম্পানিটি ইউক্রেনের জন্য কামানের গোলা ও সামরিক যানবাহন সরবরাহ করছিল।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেননি। তবে তিনি অভিযোগ করেন, গত পাঁচ-ছয় মাস ধরে ইউরোপজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে রাশিয়া। এসব কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবন, বিভিন্ন অবকাঠামো, কোম্পানির প্রতিষ্ঠান ও ইউক্রেনে অস্ত্র সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত বৃহস্পতিবার সমাপ্ত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ‘রাইনমেটাল নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতেই আমরা (যুক্তরাষ্ট্রের সঙ্গে) যোগাযোগ বাড়িয়েছি। রাশিয়া হাইব্রিড যুদ্ধের আগ্রাসন চালাচ্ছে।’

 এদিকে রাশিয়ার ষড়যন্ত্রে ভীত নয় মন্তব্য করে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেছেন, ‘জার্মানিতে রুশ হুমকি মোকাবিলায় আমরা সবকিছু করব।’

অন্যদিকে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এটা আরেকটি ভুয়া গল্প। তাই এই ধরনের প্রতিবেদন গুরুত্বসহকারে নেওয়ার কিছু নেই।’

You might also like!