International

1 year ago

International News: এই নামজাদা পাস্তা কম্পানির বিরুদ্ধে ৪০ কোটি টাকার মামলা মহিলার, কারন?

40 million rupees lawsuit against this famous pasta company, why?
40 million rupees lawsuit against this famous pasta company, why?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমরা সকলেই টিভিতে ২ মিনিটে ম্যাগি তৈরি হয়ে যাওয়ার বিজ্ঞাপন দেখি। বাস্তবে ম্যাগি তৈরির সময় ঘড়ি মিলিয়ে দেখা হয়ে ওঠে না ঠিকই। এই রকমই একাধিক নুডলস প্রস্তুতকারক সংস্থা নিজেদের পণ্য বিপণনের ক্ষেত্রে সময়টাকেই গুরুত্ব দিয়ে থাকে। তবে ফ্লোরিডায় ঘটল এমন এক আশ্চর্য ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন। আমেরিকার ফ্লোরিডার এক বাসিন্দা ক্রাফট হেইনজ নামক আমেরিকার খাদ্য সংস্থার বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলারের মামলা করেছেন। ভারতীয় অঙ্কে যা ৪০ কোটি টাকার সমান। কেন? 

জানা গিয়েছে, ওই মহিলার ক্ষোভের কারণ ছিল সেই সংস্থার ব্র্যান্ডের তরফে উল্লেখিত সময়ের মধ্যে পাস্তা তৈরি হয়নি। তাই তিনি গত ১৮ নভেম্বর ক্রাফ্ট হেইনজ কোম্পানির(KHC) বিরুদ্ধে মামলা করেন। তাঁর মূল অভিযোগ, এই সংস্থা উল্লেখ করেছে, ভেলভিটা মাইক্রোওয়েভেবল ম্যাক এবং চিজ কাপ তৈরি করতে সময় লাগবে ৩.৫ মিনিট। কিন্তু আদতে সাড়ে তিন মিনিটে তা তৈরি হয় না। তাঁর অভিযোগ এই সংস্থা ফেডেরাল আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, "প্যাকেজিং বাক্সে পরিষ্কার লেখা থাকে, ভেলভিটা শেলস অ্যান্ড চিজ সাড়ে তিন মিনিটেই তৈরি হয়ে যায়। মাইক্রোওয়েভে ম্যাকারোনি পাস্তা তৈরির জন্য ঠিক ততটাই সময় লাগে।" এর অন্যথা হওয়ায় ওই মহিলা আমেরিকা ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা দায়ের করেছেন । 

You might also like!