West Bengal

1 month ago

Elephant: মর্মান্তিক! আলিপুরদুয়ারে হাতির হানায় সদ্যোজাত-সহ মৃত ৩

Death in elephant attack
Death in elephant attack

 

আলিপুরদুয়ার, ৩১ মে : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে বুনোহাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। বন কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শনিবার সকাল থেকেই পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে ফালাকাটা থেকে কুঞ্জনগর হয়ে নয় মাইল যাওয়ার রাস্তায় যান চলালচল ব্যাহত হয়।

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জনগরের সভাপতি মোড় এলাকায় বুনো হাতির হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনার সময়ে ওই পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। ঘরের বাইরে বিকট আওয়াজ শুনে বেরিয়ে যান মনোজ দাস (৩২)। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁকে পিষে মারে ওই দাঁতাল হাতি। ছেলের চিৎকার শুনে মা মাখন রাণি দাস (৬৫) তাঁর একরত্তির নাতনিকে কোলে নিয়ে ঘরের বাইরে পা রাখা মাত্রই বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটি তাঁকেও পিষে দেয়। একইসঙ্গে মৃত্যু হয় তাঁর কোলে থাকা ৩৬ দিনের শিশুকন্যা মানসীর।

সারারাত আতঙ্কে কাটানোর পর শনিবার দিনের আলো ফুটতেই বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোত তুলে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে দফায় দফায় শুরু হয় পথ অবরোধ। অভিযোগ, ওই এলাকায় প্রায় প্রতি রাতে হাতির হামলা হলেও বন দফতরের কোনও হেলদোল নেই।

You might also like!