West Bengal

7 months ago

Ashoknagar Incident :TMC-র পঞ্চায়েত উপপ্রধানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন,তদন্তে পুলিশ

TMC panchayat vice president shot dead at point blank range, police investigating
TMC panchayat vice president shot dead at point blank range, police investigating

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করলেন দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বিজন দাস। এলাকায় তাঁর প্রভাব ছিল। রবিবার রাতে তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে দলের এক কর্মীর বাড়িতে বিজন দাসের নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়ার পর শুয়েছিলেন তিনি। অভিযোগ, সেসময় গৌতম দাস নামে স্থানীয় জমি ব্যবসায়ী সহ কয়েকজনের সঙ্গে তাঁর কোনও একটি বিষয় নিয়ে বচসা বাধে। তর্কাতর্কির মধ্যেই আচমকা খুব কাছ থেকে বিজনবাবুকে গুলি করে এক দুষ্কৃতী। তাঁর মাথা ও কানে পর পর দুটি গুলি লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুব কাছ থেকে এলাকার ওই প্রভাবশালী তৃণমূল নেতাকে গুলি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটিতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মৃতের পরিবারের দাবি, উপপ্রধান হওয়ার পর থেকেই পঞ্চায়েতের অভ্যন্তরে নানা বিষয়ে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজনবাবু। ‘পরিকল্পিতভাবে’ খুনের অভিযোগ করেছেন পরিবার সহ দলীয় কর্মীদের একাংশ। তাই এই খুনের পিছনে রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

উপপ্রধানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সাংসদ।


You might also like!