West Bengal

6 months ago

Narendra Modi :এবার পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিচ্ছে বিজেপি, ফের ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

কলকাতা, ৬ এপ্রিল : আবার পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট ঘোষণার পর কোচবিহারে প্রথম জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কোচবিহারের পর উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

ভোট ঘোষণার আগে থেকেই পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী মোদী আসা-যাওয়া শুরু করেছিলেন। তবে ভোট ঘোষণার পর বৃহস্পতিবারই কোচবিহারে প্রথম সভা করেছেন তিনি। সূত্রের খবর, এ বারের ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে এ বারে পশ্চিমবঙ্গে আরও বেশি আসন জিততে চাইছে তাঁরা। আর প্রধানমন্ত্রীকে সামনেই রেখেই প্রচার শুরু করেছে বঙ্গ বিজেপি। গোটা ভোটপর্বে এ রাজ্যে মোদী ৩০-এর বেশি সভা করবেন বলে ঠিক রয়েছে।

উল্লেখ্য, কোচবিহার ছাড়াও আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে রবিবার দুপুর আড়াইটের সময় সভা করবেন প্রধানমন্ত্রী। তার পর সেখান থেকেই তিনি জলপাইগুড়িতে যাবেন। বিকেল সাড়ে ৪টেয় সেখানে সভা হওয়ার কথা রয়েছে। এই সভাতেই আলিপুরদুয়ার থেকে কর্মী, সমর্থক নিয়ে আসবে বিজেপি।


You might also like!