দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর থেকে পাউরুটির দাম বাড়ছে। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বেকার'স কো - অর্ডিনেশন কমিটির সম্পাদক ইসমাইল হোসেন এই খবর জানিয়েছেন। তিনি আরও বলেন, ৪০০ গ্রাম স্লাইস রুটির দাম ৩২ টাকা থেকে বেড়ে ৩৬ টাকা হবে। ২০০ গ্রাম স্লাইস রুটির দাম ১৬ টাকা থেকে ১৮ টাকা হবে। ১০০ গ্রাম রুটির দাম ৮.৫০ থেকে বেড়ে ৯.০০ টাকা হতে চলেছে। আগামী রবিবার ৮ ডিসেম্বর থেকে তা কার্যকর করা হবে। ময়দা, চিনি, ভোজ্য তেল সহ গুলেটিন ও জ্বালানির দাম বিগত এক বছরে অনেক বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই মূল্যবৃদ্ধি। এই মুহূর্তে রাজ্যে তিন হাজার বেকারি সংস্থা রয়েছে। কলকাতায় চার লাখ পাউন্ড রুটির দরকার এবং রাজ্যের চাহিদা দশ লক্ষ বলে জানান তিনি। পাউরুটির সঙ্গে বেকারি'তে তৈরি বিস্কুট সামগ্রীর দামও বাড়তে চলেছে।