দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভের কারণেই, বিচলিত রাজ্যপাল। তিনি বলেন, এ রাজ্যে আবাস যোজনায় যেখানে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, সেগুলি রাজ্য সরকারের খতিয়ে দেখা উচিত। কলকাতায় গারস্টিন প্লেসে কংগ্রেস পুরপিতা সন্তোষ পাঠকের কালীপুজোর উদ্বোধনের পর এই মন্তব্য করেন।সংবাদমাধ্যমের কাছে রাজ্যপাল আরো বলেন, জেলাস্তরের গরীব বাসিন্দারা আবাস যোজনায় নিয়েই দুর্নীতির অভিযোগ করছেন। এর পরিপ্রেক্ষিতেই সরকারের উচিত, সর্বোচ্চ স্তরে বিষয়টি খতিয়ে দেখে মানুষের প্রত্যাশা পূরণ করা। আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে তিনি কিছু বলতে অস্বীকার করেন। তবে, রাজ্যপালের এ নিয়ে সংযোজন - পশ্চিমবঙ্গে রাজনীতি ও দুর্নীতি সমার্থক শব্দ হয়ে পড়েছে। এর বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করতে হবে। সদিচ্ছা থাকলেও সঠিক পথ শীঘ্রই মিলবে এই অভিমত ও প্রকাশ করেছেন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। এই অনুষ্ঠানে কংগ্রেস নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য, বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার ও অন্যান্য কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন ।