West Bengal

7 months ago

AIIMS:এইমস-এর নয়া ভবন নির্মাণে বিধিভঙ্গের অভিযোগ রাজ্যের

State complains of violation of rules in construction of new building of AIIMS
State complains of violation of rules in construction of new building of AIIMS

 

কলকাতা  : কল্যাণীর এইমস-এর নয়া ভবন নির্মাণে বিধিভঙ্গের অভিযোগ আনল রাজ্য সরকার। শনিবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে তোপ দাগতে রাজ্যের তরফে সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন অঞ্চলে কিছু বড় স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে এইমস-এর আনুষ্ঠানিকয়উদ্বোধন করবেন।

রাজ্যের অভিযোগ, ভবন নির্মাণে পরিবেশের যে ছাড়পত্রের প্রয়োজন হয়, কল্যাণীর এইমস-এর নয়া ভবনের ক্ষেত্রে তা নেওয়া হয়নি। বিষয়টি প্রকাশ্যে বিশদে ব্যখ্যা করবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কর্তৃপক্ষ। এ ছাড়াও, তিন বছর আগে চালু হওয়া একটি হাসপাতালের উদ্বোধন কী করে লোকসভা নির্বাচনের মুখে হতে পারে, সেই প্রশ্নও তুলেছে রাজ্য।

এ ব্যাপারে এইমস-এর তরফে সরকারিভাবে কেউ মুখ খোলেননি। তবে প্রতিষ্ঠানের এক আধিকারিক দাবি করেন, এত বড় জনমুখী একটি প্রকল্প বিধিভেঙে তৈরি হবে, এটা অবিশ্বাস্য। যেহেতু প্রকল্পটি কেন্দ্রের, রাজ্য খুঁত ধরতে শুরু করেছে। আর চালু হওয়া কোনও সরকারি প্রতিষ্ঠানের পুনরায় উদ্বোধনের নজীর তো দু’দিন আগেই রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী! গত বছর ফেব্রুয়ারিতে উদ্বোধন হওয়া সার্ভে পার্ক মহিলা থানার উদ্বোধন তিনি দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে করেছেন লোকসভা নির্বাচনের মুখে, গত ২১ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, এই রাজ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (এইমস) কোথায় স্থাপন করা হবে এই নিয়ে কিন্তু কম আলোচনা ও বিতর্ক হয়নি। ২০১৪ সালে এই রাজ্যে প্রথম এইমস স্থাপনের কথা ঘোষণা করা হয় ৷ পরিকল্পনা রূপায়ণের প্রাথমিক কাজ শুরু হয় ২০১৫ সাল থেকে। অনেকেই চেয়েছিলেন দক্ষিণবঙ্গের পরিবর্তে উত্তরবঙ্গে এইমস তৈরি করা হোক, কিন্তু শেষ পর্যন্ত নদীয়ার কল্যাণীতে এই রাজ্যের প্রথম এইমস তৈরির সিদ্ধান্ত হয়। সেইমতো কল্যাণীতে ২০১৬ সালে এইমস-এর ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। অবশ্য তারও অনেক বছর আগে কল্যাণীতে এইমসের ধাঁচে একটি কেন্দ্রীয় চিকিৎসাবিজ্ঞান সংস্থার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়েছিল ৷ সেটি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল প্রয়াত রাজ্যপাল নুরুল হাসানের নামে। যদিও ওই প্রতিষ্ঠান তৈরির কাজ সেভাবে এগোয়নি, পরে যখন এই রাজ্যের প্রথম এইমস তৈরির প্রস্তাবে সিলমোহর পড়ে, তখন স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ হিসেবে উঠে আসে কল্যাণীর নামই। কলকাতা থেকে অবস্থানগত দূরত্ব, যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমি পাওয়ার সুবিধা-সহ বিভিন্ন কারণে কল্যাণীতে এমস স্থাপনের জন্য প্রস্তাব দেয় রাজ্য সরকার। সেইমতো জমির ব্যবস্থাও করে দেওয়া হয়। ২০১৬ সালের কল্যাণী শহরের উপকণ্ঠে ১৯৭ একর জায়গা জুড়ে শুরু হয় এইমস তৈরির কাজ।

You might also like!