West Bengal

6 months ago

Bengal gets another Vande Bharat: যাত্রা শুরু এনজেপি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের, পশ্চিমবঙ্গকে উপহার প্রধানমন্ত্রীর

Vande Bharat Express (File Picture)
Vande Bharat Express (File Picture)

 

শিলিগুড়ি, ১২ মার্চ: যাত্রা শুরু হল নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। মঙ্গলবার আহমেদাবাদ থেকে ভার্চুয়ালি এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ট্রেনটির পথ চলা শুরু হলেও বাণিজ্যিক যাত্রা শুরু হবে ১৪ মার্চ বৃহস্পতিবার থেকে। ১৫ মাসের মধ্যে তিন-তিনটি বন্দে ভারত পেল নিউ জলপাইগুড়ি (এনজেপি)। হাওড়া এবং গুয়াহাটির পর বন্দে ভারতে পাটনার সঙ্গে যুক্ত হল এনজেপি।

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ট্রেনটি সকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে বিহারের রাজধানী পাটনায় পৌঁছবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং পাটনা থেকে দুপুর ১টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছোবে এনজেপিতে। যাত্রাপথে কিশনগঞ্জ এবং কাটিহারে দাঁড়াবে ট্রেনটি। অর্থাৎ দুটি স্টপই বিহারে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিনই চলবে সেমি হাইস্পিড ট্রেনটি। এই ট্রেনটির মালিকানা স্বত্ব পেয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। ফলে এনজেপি-গুয়াহাটির পর আরও একটি ট্রেনের মালিকানা পেল উত্তর-পূর্ব সীমান্ত রেল।

You might also like!